Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

কি সেবা ?

  •  বেড়ী বাঁধ নির্মান, মেরামতের ও রক্ষনাবেক্ষনের মাধ্যমে প্রকল্প এলাকাকে লবনাক্ততা ,বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধ করা।
  •  পানি নিষ্কাশনের জন্য স্লুইস গেট নির্মান, মেরামত ও রক্ষনাবেক্ষণ , খাল খনন ও পুনঃখনন ।
  •  নদী ভাঙ্গন প্রতিরোধমূলক কার্যক্রম।
  •  ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার।
  •  সুষ্ঠু পানি ব্যবস্থাপনা।
  •  বেড়ী বাঁধ ও চর বনায়ন।

কিভাবে পাবেন

  • স্থানীয় জনগনের মতামত, চাহিদা বা প্রয়োজনীয়তা বিবেচনা করিয়া আলোচনার ভিত্তিতে Bottom Up পদ্ধতিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প গ্রহন  ও বাস্তবায়ন করা।

 

  • উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রাথমিক অনুসন্ধান, যাচাই বাছাই এর পর বিস্তারিত সমীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে বাস্তবায়নযোগ্য প্রকল্প যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রকল্প প্রস্তাবনা অনুমোদনের পর নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা পরিচালনা ও রক্ষানাবেক্ষন বিভাগ-১,পাউবো, সাতক্ষীরা কর্তৃক টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পর  মাঠ পর্যায়ে কঠোর তত্ত্বাবধায়নের মাধ্যমে প্রকল্প অন্তর্ভূক্ত কাজগুলো বাস্তবায়নের করা হয়।

 

  • অনুন্নয়ন রাজস্ব খাতের অওতায় এলাকার জনগনের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী অত্র দপ্তরের প্রস্তাবিত ও প্রনয়নকৃত নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা বিভাগ-১ কর্তৃক প্রেরিত চাহিদা প্রস্তাব তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রধান প্রকৌশলী সুপারিশ ক্রমে বাপাউবোর্ড প্রেরণ করা হয়। বোর্ড কর্তৃক অনুমোদন এবং নির্বাহী প্রকৌশলী, সাতক্ষীরা বিভাগ-১ দ্বারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করার পর কঠোর তত্ত্বাবধায়নের মাধ্যমে কাজগুলো বাস্তবায়নের করা হয়।