Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রমিক নং

  সেবাসমূহ   

সেবার ধরন

১।

 বেড়ী বাঁধ  নির্মান, মেরামত ও রক্ষনাবেক্ষণ

স্থানীয়জনগনের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করে বেড়ী বাঁধ নির্মান, মেরামত ওরক্ষনাবেক্ষন কাজের মাধ্যমে বন্যা, ঘূনির্ঝড়, জলোচ্ছ্বাসের মত প্রাকৃতিকদূর্যোগ মোকাবেলায় সহায়ত প্রদান।

২।

 স্লুইস গেট নির্ান, মেরামত ও   রক্ষনাবেক্ষণ

স্থানীয় জনগনের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনা করেস্লুইস গেট নির্মান, মেরামত ও   রক্ষনাবেক্ষণকাজের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ ও লবনাক্ততার অনুপ্রবেশ রোধ এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও পরিবেশ সংরক্ষনে সহায়তা প্রদান।

৩।

খাল খনন ও পুনঃখনন

খাল খনন ও পুনঃখনন এর মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি করে কৃষি উৎপাদনে সহায়তা করা।

৪।

নদী ভাঙ্গন প্রতিরোধমূলক কার্যক্রম

নদীভাঙ্গন হতে বেড়ী বাঁধের স্লোপ প্রতিরক্ষার জন্য সিসি ব্লক প্লেসিং দ্বারাস্থায়ী স্লোপ প্রতিরক্ষা কাজ করা হয়। সিসি ব্লক প্লেসিং এবং জিও-ব্যাগ ওসিসি ব্লক ডাম্পিং দ্বারা স্থায়ী নদী তীর প্রতিরক্ষা মূলক কাজ করা হয়।উল্লেখিত প্রতিরক্ষা মূলক কাজের মাধ্যমে নদী ভাঙ্গন হতে হাট-বাজার এবংঐতিহাসিক ও জাতীয় গুরুত্বপূর্ন স্থাপনা ও অবকাকঠামো সংরক্ষণ করা।

৫।

ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার

বেড়ী বাঁধ ও অন্যান্য অবকাঠামো নির্মান করে ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার করা হয়।

৬।

সুষ্ঠু পানি ব্যবস্থাপনা

স্থানীয়সুবিধাভোগী জনগনের দ্বারা পানি ব্যস্থাপনা কমিটি গঠন করে জাতীয় পানি নীতি, অংশগ্রহন মূলক পানি ব্যবস্থাপনা গাইড লাইন অনুসরণ পূর্বক সুষ্ঠু পানিব্যবস্থাপনায় সহায়তা করা।